আগরতলা, ৭ জুন : মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদ। এই ঈদ উৎসবকে কেন্দ্র করে সারা দেশের সাথে ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরেও সাড়ম্বরে পালিত হয়েছে পবিত্র ঈদ উৎসব। ঈদকে কেন্দ্র করে সকাল বেলা কৈলাসহর মহকুমার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন মুসলিম ধর্মের মানুষেরা। বিশেষকরে কৈলাসহরের টিলাবাজার জামে মসজিদ প্রাংগনে ঈদের নামাজ পড়ান হাফিজ সৈয়দ শাহনাজ হুসেন।
বাবুর বাজারের মাদ্রাসা প্রাংগনে নামাজ পড়ান মৌলানা হাবিল আহমেদ। কৈলাসহর বাজারের মসজিদে নামাজ পড়ান হাফিজ আব্দুল জলিল। এছাড়াও নুরপুর, রাঙ্গাউটি, ইরানি, মাগুরুলি, ইয়াজিখাওড়া, লাটিয়াপুড়া, গৌরনগর, ভগবান নগর, সমরুর মুখ, শ্রীনাথপুর, পূর্ব দূর্গাপুর, ছনতৈল ইত্যাদি জায়গার মসজিদেও নামাজ আদায় করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। মসজিদ নামাজ আদায় করার পর একে অপরের সাথে আলিঙ্গন করেন।
ঈদের বিশেষ নামাজ আদায়কে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কৈলাসহর এবং ইরানি থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত ছিলো। ঈদের বিশেষ নামাজকে কেন্দ্র করে প্রতিটি মসজিদের সামনে অস্থায়ী বিভিন্ন দোকান পাঠ খুলেন ব্যবসায়ীরা। এযেন এক মেলা পরিবেশ তৈরি হয়েছিলো। ঈদকে কেন্দ্র করে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে। নুরপুর মসজিদে নামাজ আদায় করতে অন্যান্যদের উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মবস্বর আলী। নামাজ আদায় শেষে মবস্বর আলী বলেন যে, ঈদ মানেই আনন্দ। আমার আনন্দ যেন আরেকজনের নিরানন্দ না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে বলেও জানান।
অন্যদিকে, টিলাবাজার জামে মসজিদে নামাজ আদায় করতে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন কৈলাসহরের গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তথা ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামান। ঈদের নামাজ আদায় শেষ করে পবিত্র ঈদ উৎসব উপলক্ষে দেশেবাসী এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান এবং শান্তি সম্প্রীতি বজায় রাখতেও আহবান রাখেন।

