সমুদ্র সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ফ্রান্সে গেলেন ড. জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/নিস (ফ্রান্স), ৭ জুন: কেন্দ্রের ভূবিজ্ঞান মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. জিতেন্দ্র সিং আজ ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি ফ্রান্সের নিস শহরে ৮ থেকে ১৩ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য “জাতিসংঘ মহাসাগর সম্মেলন” -এ উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এই সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, বিজ্ঞানী, নীতিনির্ধারক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের একত্রিত করবে, যেখানে টেকসই মহাসাগর পরিচালনা ও সাগরের স্বাস্থ্য রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

ভারতের পক্ষ থেকে এই সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহাসাগর সংরক্ষণ ও আন্তর্জাতিক সমুদ্র সহযোগিতায় ভারতের অঙ্গীকারের প্রতিফলন বলেই বিবেচিত হচ্ছে।

আগামী চার দিনে ড. জিতেন্দ্র সিং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন, জাতিসংঘ সম্মেলনের সাধারণ অধিবেশনে ভারতের জাতীয় বক্তব্য উপস্থাপন করবেন এবং একাধিক দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন।

তাঁর সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ৮ জুন মোনাকোর হারবারে নরওয়ের গবেষণা জাহাজ এস এস স্ট্যাটস্রাদ লেহমকুহল-এ অনুষ্ঠিত ভারত-নরওয়ে যৌথ ইভেন্ট থাকবে, যার বিষয় “মেরিন স্পেশাল প্ল্যানিং”। নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হি.ই. অ্যাসমুন্ড গ্রোভার আউক্রুস্ট-এর সঙ্গে যৌথভাবে এই ইভেন্টে সভাপতিত্ব করবেন ড. সিং। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরওয়ের রাজপুত্র হাকন।

এছাড়া, তিনি ফ্রান্স, জার্মানি, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং চিলিসহ একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন, যেখানে সামুদ্রিক দূষণ, মহাসাগরীয় বিজ্ঞান ও ব্লু ইকোনমি উদ্যোগের জন্য অর্থায়নের বিষয়ে আলোচনা হবে।

ফ্রান্স ও কোস্টারিকার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনের মূল থিমগুলোর মধ্যে রয়েছে সামুদ্রিক পরিবেশ পুনরুদ্ধার, মহাসাগরীয় দূষণ হ্রাস, মহাসাগরভিত্তিক বৈজ্ঞানিক সহযোগিতা, এবং টেকসই ব্যবহার ও সংরক্ষণের জন্য অর্থ সংগ্রহ। এই সব উদ্যোগের মূল উদ্দেশ্য হল জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা –এর লক্ষ্য ১৪, অর্থাৎ ‘টেকসই মহাসাগর’ অর্জনের দিকে এগিয়ে যাওয়া। সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক মহাসাগর ব্যবস্থাপনায় কার্যকর ও অংশগ্রহণমূলক সমাধান খোঁজা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাগরসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনের প্রাক্কালে, ভারতের ভূবিজ্ঞান মন্ত্রক ফ্রান্স ও কোস্টারিকার দূতাবাসের সঙ্গে যৌথভাবে নয়াদিল্লিতে দুটি ” ব্লু টকস ” আয়োজন করে। সেখানে বিজ্ঞানী, সরকারি আধিকারিক ও স্টেকহোল্ডাররা মহাসাগর সংরক্ষণ ও নীতিগত সুপারিশ নিয়ে আলোচনা করেন।

ইউএনওসি৩-তে ভারতের অবস্থান তুলে ধরার সময় ড. জিতেন্দ্র সিং মহাসাগর গবেষণা, উপকূলীয় নিরাপত্তা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক সহযোগিতার বিষয়ে ভারতের উদ্যোগ ব্যাখ্যা করবেন।

এই আন্তর্জাতিক মঞ্চে ভারতের সক্রিয় অংশগ্রহণ বহুপাক্ষিক সহযোগিতার প্রতি ভারতের প্রতিশ্রুতি এবং বৈশ্বিক সমুদ্র নীতিতে গঠনমূলক ভূমিকা রাখার লক্ষ্যে দেশের প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে। জলবায়ু নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মহাসাগরের ভূমিকা মাথায় রেখে, ইউএনওসি৩-তে ভারতের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক দৃষ্টান্ত হয়ে উঠছে।