ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ পড়ুয়াদের মারাত্মক অনিশ্চয়তার মুখোমুখি : এআইএসএফ

আগরতলা, ৫ জুন : বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চরম প্রশাসনিক অব্যবস্থা ও সময়মতো পদক্ষেপের অভাবে শত শত ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার মুখে। আজ সারা ভারত ছাত্র ফেডারেশনের তরফ থেকে এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, আগামী জুলাই মাস নাগাদ ভর্তি প্রক্রিয়া ও নতুন স্নাতকোত্তর শ্রেণির সুচনা হওয়ার কথা থাকলেও, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত কলেজগুলোর বর্ত সেমেস্টারের পরীক্ষা শেষ হয়নি। এই অস্বাভাবিক বিলম্ব একটি গুরুতর প্রতিষ্ঠানগত ব্যর্থতার প্রতিচ্ছবি এবং এতে বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণির শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিপন্ন হয়েছে। এআইএসএফ মনে করে এটি শুধুমাত্র প্রশাসনিক ত্রুটি নয় বরং শিক্ষার মৌলিক অধিকারের উপর আঘাত আনার সামষ্টিক উদাহরণ। প্রতিষ্ঠানগত ব্যর্থতার জন্য ছাত্রছাত্রীদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে না পারা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিশৃঙ্খলার জন্য শুধুমাত্র উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসাইন দায়ী নন, বিভিন্ন স্তরের অধ্যাপক-শিক্ষকরাও এই অবস্থার জন্য কম দায়ী নন। শাস্তিমূলক ব্যবস্থা যেমন বদলি বা বিভাগীয় তদন্তের ভয় না থাকায় তারা নির্ধারিত দায়িত্ব যথাসময়ে ও যত্নসহকারে পালন করেন না। এই বিশ্ববিদ্যালয়কে সচল করতে নিয়মের আমূল সংস্কার ও কড়া জবাবদিহি প্রয়োজন। তাই এআইএসএফ তরফ থেকে দাবি জানানো হয়েছে, খুব দ্রুত ছাত্রছাত্রীদের উপর বাড়তি চাপ না দিয়ে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শেষ করা, ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা গ্রহণ করা, যে কোর্সগুলোর মার্কশিট দেওয়া হয়নি উক্ত কোর্সগুলোর মার্কশিট অতিসত্তর ছাত্রছাত্রীদের দেওয়া হোক।