ছত্তিশগড়ে সংঘর্ষে নিহত ৪০ লক্ষ টাকার পুরস্কারপ্রাপ্ত শীর্ষ নকশাল নেতা

বিজাপুর, ৫ জুন — ছত্তিশগড়ের বিজাপুর জেলার জাতীয় উদ্যান সংলগ্ন অরণ্যাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হলেন সুধাকর নামের এক শীর্ষ নকশাল নেতা। তার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স -এর যৌথ বাহিনী এই অভিযান চালায়।

বৃহস্পতিবার ভোররাতে শুরু হওয়া গুলির লড়াই দীর্ঘক্ষণ চলতে থাকে। সংঘর্ষে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মাওয়িস্ট)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরকে গুলি করে হত্যা করা হয়। জানা গেছে , নিহত সুধাকর বহু হামলার মূল পরিকল্পনাকারী এবং নিরাপত্তা বাহিনীর দীর্ঘদিনের খোঁজের তালিকায় ছিল।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন গত মাসেই মাওবাদী দলের সাধারণ সম্পাদক এবং সংগঠনের অন্যতম শীর্ষ কৌশলবিদ নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু-ও ছত্তিশগড়ের আবুজমাড় জঙ্গলে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন। তার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। সেই অভিযানে মোট ৩০ জন নকশাল নিহত হয়।

এই সাফল্য সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “নকশালবাদ নির্মূলের লড়াইয়ে এটি একটি ঐতিহাসিক সাফল্য। তিন দশকে এই প্রথম কোনও সাধারণ সম্পাদক স্তরের মাওবাদী নেতাকে আমাদের বাহিনী নির্মূল করল।”

এদিকে, এই সাফল্যের পাশাপাশি আরও একটি বড় ঘটনা ঘটেছে। সোমবার ছত্তীসগঢ়ের সুকমা জেলায় ১৬ জন মাওবাদী, যাদের মধ্যে ছ’জনের ওপর মোট ২৫ লক্ষ টাকার পুরস্কার ছিল, আত্মসমর্পণ করেছে। সুকমার পুলিশ সুপার কিরণ চবন জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে এক জন মহিলা রয়েছে এবং তারা মাওবাদী আদর্শের ‘অমানবিকতা’ ও স্থানীয় আদিবাসীদের ওপর অত্যাচারের প্রতিবাদে আত্মসমর্পণ করেছে।