হায়দরাবাদ, ৫ জুন : প্রথমবারের মতো ফ্রান্সের বাইরে তৈরি হতে চলেছে রাফাল যুদ্ধবিমানের কাঠামো। ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড এবং ফ্রান্সের ডাসো অ্যাভিয়েশন (Dassault Aviation)-এর মধ্যে এক ঐতিহাসিক অংশীদারিত্বে হায়দরাবাদে স্থাপন করা হবে একটি বিশেষ উৎপাদন কেন্দ্র, যেখানে রাফাল বিমানের কেন্দ্রীয় ফিউসেলাজ, পেছনের অংশ, পাশের পেছনের খোলস এবং সামনের অংশ তৈরি করা হবে।
এই প্রকল্পের আওতায় চারটি প্রোডাকশন ট্রান্সফার অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে দুই সংস্থার মধ্যে। ২০২৮ অর্থবর্ষের মধ্যে প্রথম ফিউসেলাজ সেকশন বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এই কারখানাটি প্রতি মাসে দুইটি সম্পূর্ণ রাফাল ফিউসেলাজ উৎপাদনের ক্ষমতা অর্জন করবে।
ডাসো অ্যাভিয়েশনের চেয়ারম্যান ও সিইও এরিক ট্রাপিয়ে এই উদ্যোগকে একটি “গুরুত্বপূর্ণ পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। তিনি জানান, এটি ভারতে আমাদের সরবরাহ শৃঙ্খলা শক্তিশালী করার পাশাপাশি, টাটা অ্যাডভান্সড সিস্টেমসের মতো ভারতীয় বিমানসংক্রান্ত সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতার কৌশলকেও প্রতিফলিত করে।
টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড-এর সিইও ও এমডি সুখরণ সিং বলেন, “রাফালের সম্পূর্ণ ফিউসেলাজ ভারতে উৎপাদন শুরু হওয়া ভারতের এয়ারোস্পেস খাতে এক যুগান্তকারী ঘটনা। এটি ভারতের উৎপাদন দক্ষতা এবং আন্তর্জাতিক মহলের বিশ্বাসযোগ্যতার প্রতীক।”
এই অংশীদারিত্ব ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যা দেশের প্রতিরক্ষা ও বিমানচালিত প্রযুক্তিতে আত্মনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত হয়েছে।
2025-06-05

