বিশ্ব পরিবেশ দিবসে ‘এক পেড় মা কে নাম’ উদ্যোগে অংশ নিয়ে অরাবল্লি সবুজ প্রাচীর প্রকল্পকে জোরদার করলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ জুন — বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এই উদ্যোগ ‘এক পেড মা কে নাম’ অভিযানের অঙ্গ হিসেবে পরিবেশ রক্ষার সংকল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।

প্রধানমন্ত্রী অরাবল্লি পর্বতশ্রেণির পুনরোদ্ধার ও পুনরায় বনায়নের লক্ষ্যে ‘অরাবল্লি গ্রীন ওয়াল প্রকল্প’-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, পৃথিবীর অন্যতম প্রাচীন এই পর্বতশ্রেণি গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি জুড়ে বিস্তৃত এবং বহু পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যেগুলির মোকাবিলায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী বলেন, “অরাবল্লি অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় প্রচলিত পদ্ধতির পাশাপাশি নতুন রোপণ প্রযুক্তি উৎসাহিত করা হবে, বিশেষত শহর ও আধা-শহর এলাকায় যেখানে স্থানাভাব রয়েছে। বৃক্ষরোপণ কার্যক্রমগুলি ‘মেরি লাইফ’ পোর্টালে জিও-ট্যাগ করে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।”

তিনি দেশের যুবসমাজকে এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান ও পরিবেশ সংরক্ষণের কাজে সক্রিয়ভাবে যুক্ত হতে অনুরোধ করেন।

এক্স-এ এক থ্রেডে প্রধানমন্ত্রী লেখেন: “আজ #WorldEnvironmentDay-তে আমরা #EkPedMaaKeNaam উদ্যোগকে আরও দৃঢ় করলাম একটি বিশেষ বৃক্ষরোপণ অভিযানের মাধ্যমে। দিল্লির ভগবান মহাবীর বনস্থলী পার্কে আমি একটি চারা রোপণ করেছি। এটি অরাবল্লি পর্বতশ্রেণির পুনরায় সবুজায়নের প্রচেষ্টার অংশ – অরাবল্লি গ্রীন ওয়াল প্রকল্প।”

“অরাবল্লি পর্বতশ্রেণি পৃথিবীর প্রাচীনতম পর্বতগুলির একটি, যা গুজরাট, রাজস্থান, হরিয়ানা এবং দিল্লি জুড়ে বিস্তৃত। গত কয়েক বছরে এই পর্বতশ্রেণিকে ঘিরে নানা পরিবেশগত সমস্যা সামনে এসেছে, যেগুলির মোকাবিলায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জল সংরক্ষণ, ধুলোর ঝড় প্রতিরোধ, থার মরুভূমির পূর্বমুখী বিস্তার রোধ – এইসব বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দেব।”

“আমাদের যুবসমাজ এগিয়ে এসে পরিবেশ রক্ষায় ভূমিকা পালন করুক, সেটাই আমাদের প্রত্যাশা। সকলে মিলে আমাদের গ্রহকে আরও সবুজ করে তুলুন।”

এই কর্মসূচি শুধু একটি প্রতীকী বৃক্ষরোপণ নয়, বরং দেশের পরিবেশগত পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মত পরিবেশবিদদের।