সোনামুড়া, ৫ জুন : ফের একবার গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলে বিএসএফ ৪১ নং বাহিনী এবং সোনামুড়া থানার পুলিশ
বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে মজুদ রাখা প্যাকেট করা ২১ টি প্যাকেটে ৪২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় সোনামুড়া থানাধীন ইউএনসি নগর এর ফকিরাদোলা এলাকার নবীর হোসেনের বাড়ি থেকে। বিএসএফের কাছে একটি খবর আছে যে নবীর হোসেন তার বাড়িতে পাচার করার উদ্দেশ্যে কিছু গাঁজা এবং অন্যান্য নেশাজাতীয় সামগ্রী মজুদ রেখেছে। এই খবরের ভিত্তিতে বিএসএফ গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিশকে খবর দেয়। যথারীতি সোনামুড়া থানার পুলিশ এসে গোটা বাড়ি তল্লাশি করে তার রান্নাঘর থেকে ৪২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এবং এই ঘটনায় আটক করা হয় নবীর হোসেনকে।
এক সাক্ষাৎকার সোনামুড়া থানার ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ গোটা অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানান অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গাঁজাগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা, সেই বিষয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

