বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শহরে সাইকেল রেলি

আগরতলা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ড ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি-র যৌথ উদ্যোগে সাইকেল রেলির আয়োজন করা হয়েছে। এদিনের রেলিটি উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

এদিন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির এক ব্যক্তি বলেন, আজকে অনেক বড় দিন। দিন দিন রাজ্যে বায়ু দূষণ, শব্দ দূষণ এবং জলদূষণ বেড়ে যাচ্ছে। দূষণ কমাতে জনগণকে সচেতন হতে হবে। তা না হলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়বে। তাই সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রথম কতর্ব্য দূষণ কমাতে হবে।