ইথানল প্ল্যান্ট বিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা তেলেঙ্গানার গ্রামে, ভাঙচুর ও অগ্নিসংযোগ

 হায়দ্রাবাদ, ৪ জুন : তেলেঙ্গানার যোগুলাম্বা গড়ওয়াল জেলার পেড্ডা ধানওয়াদা গ্রামে প্রস্তাবিত ইথানল প্ল্যান্টের বিরুদ্ধে চলা কৃষক আন্দোলন বুধবার হিংসাত্মক রূপ নেয়। উত্তপ্ত পরিস্থিতিতে আন্দোলনকারীরা কোম্পানির যানবাহন ভাঙচুর করে ও তাবু, কন্টেনারে আগুন ধরিয়ে দেয়। প্ল্যান্টের কর্মীদেরও এলাকা ছেড়ে পালাতে বাধ্য করেছে গ্রামবাসী। গ্রামবাসীদের অভিযোগ, এই প্ল্যান্ট গড়ে উঠলে এলাকার পরিবেশ দূষিত হবে এবং উর্বর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হবে। গত বছর থেকেই তারা এই প্রকল্পের বিরোধিতা করে আসছেন। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় কোম্পানি কর্মীরা প্ল্যান্ট নির্মাণের জন্য সামগ্রী ও লোকবল এনে কাজ শুরু করার প্রস্তুতি নেন। এরপরই কৃষকরা বৃহৎ সংখ্যায় জমায়েত হয়ে পেড্ডা ধানওয়াদায় বিক্ষোভ শুরু করেন। তাঁরা রাস্তায় বসে পড়ে কাজ বন্ধের দাবিতে স্লোগান দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। লাঠি হাতে উত্তেজিত বিক্ষোভকারীরা কোম্পানির গাড়ি ও অন্যান্য সামগ্রীতে হামলা চালায়। গ্রামবাসীরা জানিয়েছেন, যতদিন না কাজ পুরোপুরি বন্ধ হচ্ছে, ততদিন আন্দোলন চলবে। ঘটনার প্রেক্ষিতে বিজেপি কৃষকদের পাশে দাঁড়িয়েছে। দলের জেলা সভাপতি এস. রামচন্দ্র রেড্ডি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইথানল প্ল্যান্ট নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে গণআন্দোলন আরও তীব্র হবে। বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে, কর্তৃপক্ষ ও কারখানা কর্তৃপক্ষ মিলে ভুল তথ্য দিয়ে অনুমোদন আদায় করেছে। তাঁদের দাবি, নিয়ম অনুযায়ী কোনো গ্রামের ১০ কিলোমিটার ব্যাসার্ধে এমন প্ল্যান্ট স্থাপন করা যায় না, আশেপাশে গুরুত্বপূর্ণ সড়ক থাকা উচিত নয়, জমির কৃষিযোগ্যতা বিবেচনা করতে হয় এবং স্থানীয় পঞ্চায়েতের অনুমোদন আবশ্যক — কিন্তু এসবের কিছুই মানা হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।