মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উত্তরপূর্বাঞ্চলের জন্য গঠিত টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ৪ জুন : মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার পৌরোহিত্যে আজ উত্তরপূর্বাঞ্চলের জন্য গঠিত টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কংরেড কে সাংমা, রাজ্যের পর্যটন সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে পর্যটনকে পাথেয় করে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা সহ আর্থ সামাজিক উন্নয়নের ব্যাপারে কেন্দ্র ও রাজ্য সরকার প্রতিশ্রুতি বদ্ধ।