আগরতলা, ৪ জুন : গাঁজা ক্রয় করতে গিয়ে জনতার হাতে আটক এক বৃদ্ধা। আজ উদয়পুর রমেশ চৌমুহনীতে ওই বৃদ্ধাকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে রাধা কিশোর পুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন জনতা।
প্রসঙ্গত, উদয়পুরে দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত হচ্ছে যুবসমাজ। পুলিশ মাঝে মধ্যে নেশা বিক্রেতা ও নেশা সেবনকারীদের জালে তুলতে পারলেও এটাকে নিয়ন্ত্রণে আনতে পারছিল না। এইবার রাষ্ট্রবাদী যুবসমাজ নেশা সেবনকারী ও বিক্রেতাদের জালে তোলার জন্য গত বেশ কিছুদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছিল। আজ উদয়পুর রমেশ চৌমুহনীতে এক বৃদ্ধকে গাঁজা সহ আটক করেছে। বৃদ্ধার নাম হারাধন শুক্ল দাশ। বয়স আনুমানিক ৭০ বছর। বাড়ি উদয়পুর ভাঙার পাড়া এলাকায়।
তিনি বলেন, গত তিন বছর ধরে বিশ্রামগঞ্জ থেকে গাঁজা প্যাকেট নিয়ে এসে বিক্রি করেন। এক এক প্যাকেটের মূল্য কুড়ি টাকা। আজকেও বিশ্রামগঞ্জ থেকে গাঁজার প্যাকেটগুলো নিয়ে আসার সময় রাষ্ট্রবাদী নেতা সুমন রায় সরকার বৃদ্ধাকে আটক করে রাধা কিশোর পুর থানা দিয়ে দেয়। বর্তমানে বৃদ্ধ রাধা কিশোর পুর থানায় পুলিশের হেফাজতে আছে।

