ড্রেন পরিস্কারের দাবিতে পথ অবরোধ

কৈলাসহর, ৩ মে : বিগত সাতদিন ধরে বাড়িঘর জলমগ্ন থাকার পরও প্রশাসনের পক্ষ থেকে ড্রেন পরিস্কার করে না দেওয়ার ফলে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনা কৈলাসহরের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের কুবঝার এলাকায়।

গ্রামবাসীরা প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে কৈলাসহর-টিলাবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে বেলা সাড়ে এগারোটা থেকে। অবরোধকারীরা জানায় যে, অনেকদিন ধরে গ্রামের ড্রেন পরিস্কার করা হয়নি। অন্যদিকে, ইদানীং কালে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে গ্রামের ড্রেন অপরিস্কার থাকার কারণে এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় বাড়ি ঘর জলমগ্ন হয়ে গেছে।