নয়াদিল্লি, ৩ জুন: জাতীয় শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পরিষদ (এনসিইআরটি) জালিয়াতি ও চুরি করে মুদ্রিত পাঠ্যবইয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। চুরি ও পাইরেসির প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এনসিইআরটি এখন পর্যন্ত পাঁচ লক্ষেরও বেশি নকল পাঠ্যবই, বিপুল পরিমাণে মুদ্রণ কাগজ এবং ২০ কোটিরও বেশি মূল্যের যন্ত্রপাতি জব্দ করেছে।
গত ১৪ মাসে পরিচালিত এই অভিযানগুলিতে সংশ্লিষ্ট পাবলিশার, গুদাম মালিক এবং পাইরেটেড এনসিইআরটি বইয়ের খুচরো বিক্রেতাদের বিরুদ্ধে মোট ২৯টি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, পাইরেটেড পাঠ্যবইয়ের সমস্যা নিয়ন্ত্রণে আনতে এনসিইআরটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পাঠ্যবইয়ের কাগজ ও মুদ্রণের মানোন্নয়ন, সময়মতো ছাপানো নিশ্চিত করা এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে বই সরবরাহ করা।
এই উদ্যোগের অংশ হিসেবে, চোরাচালান ও জাল মুদ্রণের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছে নির্ভরযোগ্য ও মানসম্পন্ন শিক্ষাসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এনসিইআরটি এবং শিক্ষা মন্ত্রণালয় ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

