আগরতলা, ৩ জুন : বন্যায় ক্ষতিগ্রস্ত শরণার্থীদের পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। আজ প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অসহায় মানুষদের। এদিন শিবিরে ১৬৮০ জনকে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সদর শহর জেলার সভাপতি পশ্চিম ভট্টাচার্য মন্ডল সভাপতি স্বপ্না দাস সহ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব কুমার দেব বলেন, জনগণের স্বার্থে রাজ্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি, ত্রিপুরায় জলনিকাশী ব্যবস্থা উন্নত করছে। প্রতাপগড় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে গিয়ে যারা অস্থায়ী শিবিরে আছেন তাঁরা সবাই দিনমজুর। তাই বাড়ি গিয়ে যেন তাঁদের অসুবিধার সম্মুখীন না হতে হয় ১৬৮০ জনকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

