অবৈজ্ঞানিকভাবে নদীর উপর সেতু নির্মাণ করার দরুন নদী গর্ভে মিলিয়ে যাচ্ছে বাড়িঘর, অভিযোগ

কমলপুর, ৩ জুন : অবৈজ্ঞানিকভাবে ২০৮ জাতীয় সড়কের ধলাই নদীর উপর সেতু নির্মাণ করার দরুন দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েতের এরারপাড় গ্রামের বহু বাড়ি ঘর এবং ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে অভিযোগ। আর যে কয়টি পরিবার আছে ‌সেই পরিবার গুলির বাড়ি ঘর নদীর গর্ভে বিলীন হওয়ার পথে। বিপন্ন পরিবারগুলি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে।

গত চার বছর আগে এন এইচডিসিএল তত্বাবধানে সাউ কনস্ট্রাকশন কোম্পানি ২০৮ নং জাতীয় সড়কের দক্ষিন মানিক ভান্ডার পঞ্চায়েতের এরার পাড় ধলাই নদীর উপর সেতু নির্মাণ কাজে হাত দেয়। সেতু নির্মাণ করার সময় এরারপাড় গ্রামের বাসিন্দারা এক সাথে মিলিত হয়ে সেতু নির্মাণ কাজে বাধা দেন। ওই সময় গ্রামবাসীদের বক্তব্য ছিল সাউ কনস্ট্রাকশন কোম্পানি অবৈজ্ঞানিক ভাবে দীর্ঘ সেতু নির্মাণ করছে। সেতু নির্মাণ যেভাবে করছে এতে আমাদের গ্রাম নদী গর্ভে চলে যাবে। কিন্তু গ্রামবাসীদের বক্তব্য সাউ কনস্ট্রাকশন কোম্পানি কর্নপাত করে নি। গ্রামবাসীরা এনিয়ে ধলাই জেলার ডিএম থেকে শুরু করে মহকুমা শাসকের নিকট লিখিত ভাবে অভিযোগ করে জানান।

ডিএম ও মহকুমা শাসক ঘটনা স্থলে এসে সাউ কনস্ট্রাকশন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন সেতু নির্মাণে গ্রামবাসীদের কোন ক্ষতি যেন না হয়। সাউ কনস্ট্রাকশন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা তৎ সময়ে আশ্বাস দেন। কিন্তু, সেতু নির্মাণ তাদের মতো করে করছেন। এরপর গ্রামবাসীরা কাজে বাধা দিয়ে পথ অবরোধ করে আন্দোলন করেন। আন্দোলনের মুখে আশ্বাস দেন সেতু নির্মাণে গ্রামবাসীদের কোন ক্ষতি হবে না। অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। সাউ কনস্ট্রাকশন কোম্পানি সেতু নির্মাণে তাদের সিদ্ধান্ত থেকে একচুলও সরে নি। গত আগস্ট মাসের বন্যায় বহু পরিবারের বাড়ি ঘর নদীর গর্ভে চলে গেছে। বর্তমানে ১০ পরিবার গ্রামে আছে। তাদের জমি বাড়ি ঘর একটু একটু করে নদী গর্ভে চলে যাচ্ছে। পরিবার গুলি হল, সমীর শুক্ল বৈদ্য, হীরেন্দ্র শুক্ল বৈদ্য, মৃদুল শুক্ল বৈদ্য, অধীর শুক্ল বৈদ্য,কাজল দাস, গোপাল দাস, মানিক দাস, বিমল দাস, ধীরেন্দ্র শুক্ল বৈদ্য,হরে রাম দাস। গ্রামবাসীরা চাইছে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে তাদের জীবন সম্পত্তি রক্ষা করতে এগিয়ে আসুক।