চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ টিম্বার কাঠ

ধর্মনগর, ৩ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি ফরেস্ট বিট অফিসের তৎপর অভিযানে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত টিম্বার কাঠ। বনদপ্তরের সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুদীপ দেবনাথ ও চুরাইবাড়ি বিট অফিসের ইনচার্জ আশুতোষ মালাকার-সহ একটি টিম দক্ষিণ ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালান।

অভিযানে ওই এলাকার নিজাম উদ্দিনের বাড়ির পাশে একটি পুকুরে লুকিয়ে রাখা টিম্বার কাঠ মজুতের সন্ধান মেলে। উদ্ধার হয় প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যের টিম্বার কাঠ, যার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

রেঞ্জার সুদীপ দেবনাথ জানান, পাচারের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে কাঠ এনে পুকুরের জলে লুকিয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, কাঠগুলি সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে এবং সেগুলি আসামে পাচার করার পরিকল্পনা ছিল।

যদিও অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, বন দপ্তর ইতোমধ্যে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কাঠ মাফিয়াদের চিহ্নিত করতে এবং পাচার চক্র ভাঙতে তদন্তে জোর দেওয়া হয়েছে বলে জানান বন দপ্তরের এক আধিকারিক।

বন দপ্তরের এমন তৎপরতা এলাকায় প্রশংসিত হলেও, অবৈধ কাঠ পাচার চক্র রুখতে আরও কঠোর নজরদারির দাবি জানাচ্ছেন পরিবেশ সচেতন মহল।