নয়াদিল্লি, ৩ জুন: ইন্ডিয়া জোটের সহযোগী দলগুলি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকার দাবি জানিয়েছে। আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুড্ডা সাংবাদিকদের জানান, এই বিষয়ে ১৬টি রাজনৈতিক দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছে। তিনি বলেন, পাহলগামের সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিন্ডুরের সময় ভারতের বিরোধী দলগুলি সশস্ত্র বাহিনী ও সরকারের পাশে দাঁড়িয়েছিল।
এদিকে, আরজেডির সাংসদ মনোজ ঝা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র ১৫ দিনের মধ্যে ১৩টি বিবৃতি দিয়েছেন, যা ভারতের আবেগের উপর আঘাত হেনেছে। তিনি বলেন, “যদি এ বিষয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, আমরা সবাই একসুরে কথা বলব।” ঝা আরও উল্লেখ করেন, এটি সরকার ও বিরোধীপক্ষের নয়, এটি একটি জবাবদিহিতার বিষয়।
বৈঠকে শিবসেনা (ইউবিটি), আরজেডি, কংগ্রেস, সপা, তৃণমূল কংগ্রেসসহ ইন্ডিয়া জোটের অন্যান্য দল অংশগ্রহণ করে।

