আগরতলা, ৩ মে : মঙ্গলবার ছাত্র যুব ভবনে এসএফআই নবনিযুক্ত রাজ্য কমিটির নেতৃবৃন্দ এক সাংবাদিক সম্মেলনে ছাত্র- স্বার্থে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। ভারতের ছাত্র ফেডারেশনের ২১ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন ৩০-৩১ মে কৈলাশহরে অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে মঙ্গলবার ছাত্র যুব ভবনে নবনিযুক্ত কমিটির সভাপতি এবং সম্পাদক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উদয়পুর মহকুমার ছাত্রনেতা প্রীতম শীল ও সম্পাদক নির্বাচিত হয়েছেন সদরের সৃজন দেব। আজ আলোচ্য বিষয়গুলি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তারা। বিদায়ী রাজ্য সম্পাদক সন্দীপন দেব সাংবাদিক সম্মেলনে জানান এবারের রাজ্য কমিটির দুদিন ব্যাপী সম্মেলনে রাজ্যের এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।
এছাড়া দেশের সরকার যে নতুন শিক্ষানীতি ছাত্র সমাজের উপর চাপিয়ে দিয়েছে তাতে ছাত্রসমাজ নানা দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষানীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সংগঠনকে আরো শক্তিশালী করার উপর সম্মেলনে বিস্তারিত আলোকপাত করা হয়। সম্মেলন থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটি সেই কর্মসূচি অনুযায়ী একদিকে যেমন ছাত্র সংগঠনকে আরো শক্তিশালী করতে প্রয়াস জানিয়ে রাখবে ঠিক তেমনি আন্দোলনকে আরো জোরদার করবে।

