শ্রীলঙ্কায় নবনির্বাচিত মেয়র ও উপ-মেয়রদের নাম ঘোষিত, আজ থেকেই শুরু হচ্ছে পরিষদগুলোর কার্যকাল

কলম্বো, ২ জুন — শ্রীলঙ্কার নির্বাচন কমিশন সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের পর দেশের বিভিন্ন পৌর ও নগর পরিষদের জন্য নবনিযুক্ত মেয়র এবং উপ-মেয়রদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই নিয়োগের তালিকা সরকারি গেজেটে ৩১ মে, ২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে।

ঘোষিত নামগুলি মূলত সেইসব নগর পরিষদগুলির জন্য, যেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এসব ক্ষেত্রে মেয়র ও উপ-মেয়র সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট পরিষদগুলোর কার্যকাল আজ থেকেই শুরু হয়েছে।

তবে যেসব পরিষদে কোনও একটি দল বা গোষ্ঠী পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, সেসব ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, উদ্বোধনী অধিবেশনে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে মেয়র ও উপ-মেয়র নির্বাচন করা হবে।

উল্লেখযোগ্য যে, এই স্থানীয় সরকার নির্বাচন মূলত মার্চ ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আর্থিক সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে তা একাধিকবার স্থগিত হয়। অবশেষে মে ২০২৫-এ ভোট অনুষ্ঠিত হয় এবং ফলাফল ঘোষণার পর নতুন স্থানীয় নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে স্থানীয় প্রশাসনের কার্যকারিতা ও জবাবদিহিতা আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।