ধর্মনগর, ২ জুন: টানা কয়েকদিনের মুষলধারে বৃষ্টিতে উত্তর ত্রিপুরার কুর্তি গ্রাম পঞ্চায়েতজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। লাগাতার বর্ষণের ফলে গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ নিম্নাঞ্চল জলের নিচে চলে গিয়েছে। এর জেরে সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে এক নম্বর ওয়ার্ডের মানিকনগর কলোনিতে।
স্থানীয়রা জানিয়েছে, ছোট-বড় মিলিয়ে মোট দশটি ছড়া ও তিনটি নদীর জল একযোগে প্রবেশ করেছে মানিকনগর এলাকায়। বিশেষ করে কুর্তি, থাল ও কয়লা নদীর জল উপচে পড়ে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল। এই জলাবদ্ধতার ফলে এখন পর্যন্ত প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি বাড়িতে জল ঢুকে পড়েছে। অনেক বাড়ির ভিতরে হাঁটুজল, আবার কোথাও কোমরসমান জল।
এছাড়াও অধিকাংশ রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে, যার ফলে এলাকা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত ত্রাণ বা উদ্ধারকার্যের তেমন কোনো কার্যকরী ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এখন নজর প্রশাসনের দিকে– কবে পৌঁছাবে প্রয়োজনীয় সাহায্য ও ত্রাণ সামগ্রী।
2025-06-02

