নয়াদিল্লি, ১ জুন: সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী কেনার প্রক্রিয়াকে দ্রুত করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে প্রায় ৬৯ সপ্তাহ সময় বাঁচবে এবং ২০২০ সালের ক্রয় সংক্রান্ত নীতিমালার সংশোধনও প্রক্রিয়াধীন রয়েছে।
গতকাল নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রতিরক্ষা কনক্লেভে প্রতিরক্ষা সচিব বলেন, প্রতিরক্ষা সামগ্রী ক্রয়ে সময় ইতিমধ্যেই অনেকটা হ্রাস করা হয়েছে। তিনি আরও বলেন, সামগ্রী ক্রয়ে প্রচলিত পদ্ধতির পরিবর্তন এবং আরও প্রতিযোগিতামূলক মুল্য নির্ধারণ পদ্ধতির প্রয়োজন, যাতে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্র প্রতিযোগিতায় অংশ নিতে পারে।
প্রতিরক্ষা সচিব জানান, জাহাজ নির্মাণ ও উন্নত মাঝারি যুদ্ধবিমান (AMCA) প্রকল্পের ক্ষেত্রে ইতিমধ্যেই এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হচ্ছে।
সরকার ২৭ মে তারিখে পঞ্চম প্রজন্মের রাডার এড়াতে সক্ষম দেশীয় যুদ্ধবিমান তৈরির প্রকল্প শুরু করেছে। এছাড়া, প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালকে “সামরিক সংস্কার বর্ষ” হিসেবে ঘোষণা করেছে, যার লক্ষ্য সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তির সংযোজন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিশ্চিত করা।

