মিস ওয়ার্ল্ড নির্বাচিত হলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংসরি

হায়দরাবাদ, ১ জুন: থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংসরি বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ড-এর নতুন বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। হায়দরাবাদে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে পূর্বতন মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা পিসজকোভা তাঁকে মুকুট পরিয়ে দেন। এবারের আসরে বিশ্বের ১০৮টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও অভিনেতা ঈশান খট্টর মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। অভিনেতা সোনু সুদকে তাঁর মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এবারের বিচারক প্যানেলে ছিলেন— জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. ক্যারিনা টাইরেল, সমাজসেবী সুধা রেড্ডি, অভিনেতা ও প্রযোজক রানা দাগ্গুবতি, তেলেঙ্গানার বিশেষ মুখ্য সচিব জয়েশ রঞ্জন, মিস ওয়ার্ল্ড ২০১৭ মানুশী ছিল্লার, অভিনেত্রী ও প্রাক্তন মিস ইন্ডিয়া নম্রতা শিরোডকর, অভিনেতা সোনু সুদ এবং মিস ওয়ার্ল্ড মঞ্চের স্টেজ ডিরেক্টর ডোনা ওয়ালশ।

অনুষ্ঠানটি ছিল গ্ল্যামার, সংস্কৃতি ও আন্তর্জাতিক প্রতিনিধিত্বের এক অনবদ্য সংমিশ্রণ।