নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন:
সোমবারেও পশ্চিম ত্রিপুরা জেলা এবং খোয়াই জেলায় লালসতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম জেলা এবং খোয়াই জেলাতে। বাকি জেলাগুলিতেও এদিন কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ওই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবারে টানা বৃষ্টিপাতের ফলে প্লাবিত হয়েছে রাজধানী আগরতলার বিভিন্ন নিম্নাঞ্চল। একাধিক এলাকায় শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা।
৩১ মে থেকে ১ জুন পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়। বোধজংনগর (পশ্চিম ত্রিপুরা) – ১৯৮.৫ মিমি, জিরানিয়া (পশ্চিম ত্রিপুরা)- ১৭৫.৫ মিমি, আগরতলা (পশ্চিম ত্রিপুরা) – ১৪০ মিমি ও উনকোটি জেলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে কৈলাশহরে- ১৯২.২ মিমি।
ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে রাজ্য সরকারের তরফ থেকে সচেতন করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলার জেলাশাসককে এক চিঠিতে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

