উলানবাটার, ১ জুন: ভারত ও মঙ্গোলিয়ার যৌথ সামরিক মহড়া ‘নোম্যাডিক এলিফ্যান্ট’-এর ১৭তম সংস্করণ গতকাল মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে অবস্থিত বিশেষ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। মহড়াটি আগামী ১৩ জুন পর্যন্ত চলবে।
এই যৌথ মহড়ায় বিভিন্ন ধরণের কৌশলগত এবং প্রতিরক্ষা সম্পর্কিত কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এটি ভারত ও মঙ্গোলিয়ার মধ্যকার ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার একটি শক্তিশালী প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গোলিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অতুল মলহারি গটসারভে এবং মঙ্গোলিয়ার মেজর জেনারেল লাখগবাসুরেন গনসেলাম-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁরা অংশগ্রহণকারী সেনাদের শুভেচ্ছা জানান এবং এই মহড়া দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই মহড়া ভারত ও মঙ্গোলিয়ার কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

