গুয়াহাটি , ১ জুন, ২০২৫: দক্ষিণ আসামে টানা ভারী বর্ষণের ফলে বড়ইগ্রাম-দুল্লাভছড়া রেলপথে বন্যার জল উঠে পড়ায় রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতির জেরে উত্তর-পূর্ব সীমান্ত রেল একাধিক ট্রেন বাতিল ও আংশিক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, টানা অতি ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে ১ জুন থেকে ৪ জুন, ২০২৫ পর্যন্ত একাধিক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ট্রেন নম্বর ৫৫৬৮৮ সিলচর–দুল্লাভছড়া এক্সপ্রেস ২ ও ৩ জুন বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ৫৫৬৮৭ দুল্লাভছড়া–সিলচর এক্সপ্রেস বাতিল থাকবে ১ ও ৪ জুন। এছাড়া, ট্রেন নম্বর ৫৫৬৯০ এবং ৫৫৬৮৯ বাদরপুর–দুল্লাভছড়া–বাদরপুর প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে ২ ও ৩ জুন। ট্রেন নম্বর ১৫৬১৭/১৫৬১৮ গুয়াহাটি–দুল্লাভছড়া–গুবাহাটি এক্সপ্রেস ট্রেনগুলি বড়ইগ্রামে সংক্ষিপ্ত সূচনা ও গন্তব্য হিসেবে চলবে এবং বড়ইগ্রাম থেকে দুল্লাভছড়া পর্যন্ত রুটে তা ৩ জুন পর্যন্ত সম্পূর্ণ বাতিল থাকবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে এবং যাত্রীদের ভ্রমণের আগে ট্রেনের সর্বশেষ অবস্থা যাচাই করার আহ্বান জানিয়েছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁরা যাত্রীদের ভ্রমণের আগে ট্রেনের সর্বশেষ অবস্থা যাচাই করার আহ্বান জানিয়েছেন।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং জল সরে গেলে রেলপথ পুনরুদ্ধারের কাজ দ্রুত শুরু হবে, বলে আশ্বস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

