ধর্মনগর দিগলবাকে হঠাৎ ভোল্টেজ বিপর্যয়, বিকল বহু বৈদ্যুতিক সরঞ্জাম

আগরতলা, ৩১ মে : হাই ভোল্টেজে প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবারের বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন দিঘলবাক এলাকায়।

জানা গেছে, দিঘলবাক এলাকায় শুক্রবার বিদ্যুৎ চলে যায়।প্রায় ঘন্টা খানেক পর বিদুৎ আসলে ওই এলাকার প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবারের বাড়িতে থাকা টিভি, ফ্রিজ,ফ্যান, ইনভার্টার,মোবাইল সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়ে যায় বলে অভিযোগ। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লোকজন মেকানিক ডেকে দেখতে পান যেখানে ২৩০ ভোল্টেজ থাকার কথা সেখানে রয়েছে ৪০০ এর অধিক ভোল্টেজ। আর বিদ্যুতের হাই ভোল্টেজের কারনেই এই ঘটনাটি সংঘটিত হয়েছে।

পরবর্তীতে স্হানীয় জনগণ দিঘলবাক এলাকার বৈদ্যুতিক সাব স্টেশনে অভিযোগ জানালে বিদ্যুৎ বিচ্ছিন্ন করলে রাত পর্যন্ত তাদের এলাকায় আর বিদ্যুৎ দেওয়া হয়নি।এমনকি বিদুৎ দপ্তরের টল ফ্রি নম্বরে যোগাযোগ করেও সংযোগ করতে পারেননি স্হানীয় জনগণ। উপরন্তু স্হানীয় সাব স্টেশনের আধিকারিকরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি সামাল দিতে চাইলেও মানুষের নায্য দাবি ও অভিযোগ শুনে পুলিশ চলে যায়।অবশেষে এদিন রাতে স্হানীয় সাব স্টেশনে গিয়ে প্রতিবাদ দেখাতে থাকেন ভুক্তভোগী জনগণ। স্হানীয়দের দাবি,তাদের ক্ষয়ক্ষতি সহ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে হবে। অন্যথায় তারা আন্দোলন সংঘটিত করবেন।

স্হানীয় সাব স্টেশনের জুনিয়র অপারেটর সুব্রত দাস জানান, বিদ্যুতের দুটি তারের সংস্পর্শে দিঘলবাক এলাকার ট্রান্সফর্মারের নিউট্রাল আউট হয়ে এই সমস্যা হয়েছে।তবে এসকল সমস্যা ১২১ নম্বরে যোগাযোগ করলে টেকনিক্যাল কর্মীরা এসে তা মেরামত করেন। এটা তাদের কাজ নয় বলে তিনি দাবি করেন।