দোকানভিটি কেড়ে নেওয়ার অভিযোগ শান্তির বাজার এপিএমসি-র চেয়ারম্যানের বিরুদ্ধে, আইনের আশ্রয় শঙ্কর পাটারির

শান্তির বাজার, ৩১ মে: শান্তির বাজার এগ্রি প্রোডিউস মার্কেট কমিটি (এ পি এম সি)-র চেয়ারম্যান দুলাল দেবনাথের বিরুদ্ধে এক ব্যবসায়ীর দোকানভিটি কেড়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী শঙ্কর পাটারি জানান, তাঁর দীর্ঘদিনের মালিকানাধীন দোকানভিটি অন্যজনের নামে করে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

জানা গেছে, শান্তির বাজার পুরপরিষদের বাসিন্দা শঙ্কর পাটারির দোকানভিটি জাতীয় সড়কের পাশে অবস্থিত। এই দোকানের জন্য তিনি প্রতিবছর শান্তির বাজার পুরপরিষদ ও এ পি এম সি-কে নিয়মিত ভাড়া ও অন্যান্য প্রযোজ্য খাজনা প্রদান করে আসছেন। তাঁর দাবি, সমস্ত বৈধ কাগজপত্র তাঁর কাছে রয়েছে এবং তিনি আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছভাবে এই সম্পত্তি রক্ষা করে আসছেন।

সম্প্রতি, এ পি এম সি অফিসে একটি আলোচনাসভার আয়োজন করা হয়, যেখানে শঙ্কর পাটারি ও তাঁর মাকে ডাকা হয়। অভিযোগ, সেই সভায় এ পি এম সির চেয়ারম্যান দুলাল দেবনাথ জানান যে দোকানটির ভাড়ার অর্থ শঙ্কর পাটারির মাকে দেওয়া হবে এবং ভবিষ্যতে তাঁর ভাইয়ের ছেলেকে হস্তান্তর করা হবে। এই সিদ্ধান্তে বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে শঙ্কর পাটারি সংবাদমাধ্যম ও আইনের দ্বারস্থ হন।

শঙ্কর পাটারির বক্তব্য, তাঁর মা এই দোকান স্বেচ্ছায় তাঁর নামে লিখে দিয়েছেন এবং তৎসংশ্লিষ্ট সব দলিলপত্র তাঁর কাছে রয়েছে। এরপরেও চেয়ারম্যানের এই সিদ্ধান্ত তাঁর সম্পত্তি কেরিয়ে নেওয়ার একটি চক্রান্ত বলেই মনে করছেন তিনি। ইতোমধ্যেই তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানান।

ঘটনার বিষয়ে কৃষি দপ্তরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি জানান, যেহেতু বিষয়টি আদালতের আওতায় এসেছে, তাই প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো মন্তব্য করা হবে না।