অবশেষে পুলিশের জালে আটক কুখ্যাত ডাকাত নিজাম উদ্দিন

আগরতলা, ৩১ মে: অবশেষে কুখ্যাত ডাকাত নিজাম উদ্দিনকে আটক করলো উত্তর জেলার পুলিশ। শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ ডাকাত দলের মূল পাণ্ডা নিজাম উদ্দিনকে চুরাইবাড়ি থানাধীন নদিয়াপুর এসটি পাড়া এলাকা থেকে আটক করে পুলিশ । তার বিরুদ্ধে আসাম সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন থানায় একাধিক অপরাধ জনিত চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

ওই অভিযানের নেতৃত্বে ছিলেন উওর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং। তাছাড়া তার সাথে ছিল বিশাল পুলিশ ও টিএসআর জওয়ানদের একটি টিম । পুলিশের কাছে খবর আসে নাজিম উদ্দিন চুড়াইবাড়ি থানাধীন নদিয়াপুর এসটি পাড়া এলাকায় অবস্থান করছে। এমন খবর পেয়ে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং বিশাল পুলিশ ও টিএসআর জওয়ানদের একটি টিম নিয়ে নেমে পড়েন অভিযানে। এতে সাফল্য আসে। বর্তমানে নাজিম উদ্দিনকে চুরাইবাড়ি থানায় রাখা হয়েছে। পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এই কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনকে আটকের খবর পেয়ে চুড়াইবাড়ি থানাতে ছুটে গিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস অবিনাশ রাই ও মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিনপুই।