আগরতলা, ৩১ মে : ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন আজ আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তাছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াও যুব কল্যাণ মন্ত্রী টিংকু রায়।
এদিন টিংকু রায় বলেন, সাংবাদিকদের উন্নয়নে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। তবে সাংবাদিকদের থাকার জন্য আগরতলায় একটি আবাসন তৈরী করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি রাজ্য সরকারের বিভিন্ন কাজের গঠন মূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন। এদিন শ্রীরায় আরও বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আর এই পেশার সঙ্গে যুক্ত প্রত্যেক সাংবাদিক সমাজ গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিন ওই সম্মেলনে সাংবাদিকতার নীতিমূল্য, দায়বদ্ধতা এবং গণমাধ্যমের সমাজমুখী ভূমিকা নিয়ে আমার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি মহান পেশার সঙ্গে যুক্ত প্রত্যেক সংবাদকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন।
এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের সমাজের স্বার্থে কাজ করার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে পৌরহিত্য করেন সংগঠনের সভাপতি প্রনব সরকার। এদিন সম্মেলনে জেলা থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য রাখেন। প্রকাশ্য সমাবেশের পর দ্বিতীয় অধিবেশনে সেক্রেটারি জেনারেল অলক ঘোষ, সম্পাদকীয় প্রতিবেদন পেশ করলে উপস্থিত সদস্যবৃন্দের পক্ষে অনুপম ভট্টাচার্য, জামাল উদ্দিন, উদয়ন চৌধুরী, স্নেহাশীষ চক্রবর্তী, চিত্রা রায়, প্রবীর শীল, জাকির হোসেন, বন্ধন দাস, রমাকান্ত দেবনাথ, সৈয়দ সাজ্জাদ আলী, গৌতম চক্রবর্তী প্রমূখ প্রতিবেদনের উপর আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে প্রস্তাব রাখেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শেষাদ্রি দাসগুপ্তা।
সম্মেলনের তৃতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৭ বছরের জন্য ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের ২৩ সদস্য বিশিষ্ট রাজ্য কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে উপদেষ্টা মন্ডলী হিসেবে সঞ্জীব দেব এবং প্রদীপ কুমার সাহা; সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী, কার্যনির্বাহী সভাপতি প্রণব সরকার, সহ-সভাপতি চিত্রা রায়, জামাল উদ্দিন, সৌরজিৎ পাল, দিলীপ দত্ত; সেক্রেটারি জেনারেল অলক ঘোষ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি সন্তোষ গোপ, সেক্রেটারি অভিষেক দে, রঞ্জন রায়, অভিষেক সাহা, সমরেশ দে; কোষাধ্যক্ষ চিন্ময় চৌধুরী, সহ কোষাধ্যক্ষ শ্যামল দে, কার্যকরী সদস্য: সুপ্রভাত দেবনাথ, রঞ্জিত দেববর্মা, সন্দীপ বিশ্বাস, অভিজিৎ নাথ, চন্দনা ভদ্র, জহর রায়, ইন্দ্রানী দে। জেলা থেকে কো-অপ্ট মেম্বার হলেন: উত্তর জেলার মিন্টু গুপ্ত, বিশ্বজিৎ সাহা; দক্ষিণ জেলার স্নেহাশীষ চক্রবর্তী বন্ধন দাস; খোয়াই জেলার গোপেশ রায়, শেখর ভট্টাচার্য, সিপাহীজলা জেলা থেকে উদয়ন চৌধুরী, মাহবুব আলম; গোমতি জেলার দিলীপ দত্ত, গৌতম শীল; পশ্চিম জেলার চিত্রা রায়, সুপ্রভাত দেবনাথ; ধলাই জেলা থেকে মানিক দেবনাথ; ঊনকোটি জেলার অনুপম ভট্টাচার্য।
অনুষ্ঠানের একপর্যায়ে পৃষ্ঠপোষক তথা ম্যাফেয়ার-এর কর্ণধার ডক্টর জয় চক্রবর্তী এবং শ্রীমতি অনিন্দিতা চক্রবর্তী কে সংবর্ধনা জানানো হয়। দ্বি-বার্ষিক সম্মেলন সাফল্যমন্ডিতভাবে শেষ হওয়ার পাশাপাশি নবগঠিত কমিটির প্রত্যেক সদস্য-সদস্যা সহ সংশ্লিষ্ট সকলকে বিদায়ী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

