সিনেমাটোগ্রাফার প্রতীক শাহর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ধর্মা প্রোডাকশনস-এর প্রতিক্রিয়া প্রকাশ

মুম্বই, ৩১ মে — ‘হোমবাউন্ড’ সিনেমার চিত্রগ্রাহক প্রতীক শাহর বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ উঠেছে। প্রায় ২০ জন মহিলার তরফ থেকে তাঁর বিরুদ্ধে অশালীন ও যৌনভাবে আপত্তিকর আচরণের অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ ওঠার পরেই তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল মুছে ফেলেছেন।
ফিল্মমেকার অভিনব সিং, যিনি ‘সীতা’ ও ‘যাত্রী কৃপয়া ধ্যান দেন’ নামক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেছেন, তিনি এই অভিযোগগুলিকে সামনে আনেন। অভিনব জানান, তিনি প্রায় ২০ জন মহিলার কাছ থেকে প্রতীক শাহর বিরুদ্ধে নানা ‘ফ্লার্টিং’ ও ‘ক্রীপি’ মেসেজের অভিযোগ পেয়েছেন, যেখানে তাঁকে ‘প্রিডেটর’ বলে অভিহিত করা হয়েছে।
প্রতীক শাহ এর আগে ‘জুবিলি’, ‘সিটিআরএল’-এর মতো কাজের জন্যও পরিচিত ছিলেন। জানা গেছে, এটি প্রথমবার নয় যখন তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। প্রায় চার বছর আগে, এক তরুণী সিনেমাটোগ্রাফার ইন্ডিয়ান উইমেন সিনেমাটোগ্রাফারস’ কালেক্টিভ (আইডব্লিউসিসি)-এর এক সিনিয়র সদস্যের সঙ্গে যোগাযোগ করেন। ওই তরুণীর অভিযোগ, ইনস্টাগ্রামে কাজের জন্য যোগাযোগ করার সময় প্রতীক শাহ তাঁর কাছে নগ্ন ছবি চেয়েছিলেন।
সূত্র অনুযায়ী, আইডব্লিউসিসি বিষয়টি নিয়ে তদন্ত করে এবং প্রতীক শাহকে হোয়াটসঅ্যাপে সতর্কবার্তা পাঠানো হয়। তিনি পরে ক্ষমা চান এবং বলেন এটি ‘একবারের ভুল’ ছিল।
সম্প্রতি, প্রতীক শাহের কাজ ‘হোমবাউন্ড’ ধর্মা প্রোডাকশনস-এর প্রযোজনায় তৈরি হয় এবং কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। অভিযোগ প্রকাশ্যে আসার একদিন পর ধর্মা প্রোডাকশনস একটি বিবৃতি দেয়।
“ধর্মা প্রোডাকশনসে আমরা অশালীন আচরণ ও যৌন হেনস্থার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি মেনে চলি এবং এই ধরনের অভিযোগকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখি। প্রতীক শাহ ‘হোমবাউন্ড’ প্রকল্পে একজন ফ্রিল্যান্সার হিসেবে অল্প সময়ের জন্য যুক্ত ছিলেন এবং এখন তাঁর চুক্তি শেষ হয়েছে। এই সময়ের মধ্যে আমাদের পোশ কমিটির কাছে কোনো অভিযোগ জমা পড়েনি।”
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রতীক শাহ নিজে এই অভিযোগগুলির বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।