বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস সরকারের

আগরতলা, ৩০ মে: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান। গতকাল রাত ১২ টা নাগাদ মহারাজগঞ্জ বাজারের সবজি বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে বাজারের পরপর ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনীর তিনটি ইঞ্জিন। ওই অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। এদিকে, ঘটনার খবর পেয়ে সকালে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা সহ পুর নিগমের ডেপুটি মেয়র এবং স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত। সরকারের তরফ থেকে দূর্যোগ মোকাবিলার তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হবে বলে জানান ডেপুটি মেয়র।

এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, গতকাল রাত ১২ টা নাগাদ মহারাজগঞ্জের সবজি বাজারের ছয়টি দোকানে ধোঁয়া দেখতে পেয়েছেন এলাকাবাসী। সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল পুলিশ এবং দমকলবাহিনীকে। দমকলের তিনটি ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাঙ আনুমানিক লক্ষাধিক টাকা হবে। এদিকে, আজ সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। তাছাড়া, ছুটে গিয়েছেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র এবং স্থানীয় কাউন্সিলর রত্না দত্ত বাজার পরিদর্শনে যান এবং সরকারি সাহায্যের আশ্বাস দিলেন।