রাজারবানে জমি দখলচেষ্টা, আতঙ্কে ২০টি পরিবার তদন্তের দাবি স্থানীয়দের

আগরতলা, ৩০ মে: বণিক্য চৌমুহনীর আর কে নগরের অন্তর্গত রাজারবানে ৬০ বছরেরও বেশি সময় ধরে বৈধভাবে বসবাসকারী শাসক দলীয় সমর্থক পরিবার গুলিকে উচ্ছেদ করার চেষ্টায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গুরুতর অভিযোগ উঠেছে জমির কারবারি হিসেবে পরিচিত কৃষ্ণ কমল লস্কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি নাকি ভুয়া দলিল তৈরি করে ১২ কানি জমি নিজের বোন জোসনা লস্করের নামে লিখিয়ে নিয়েছেন।

রাজারবাগের দীর্ঘদিনের বাসিন্দা চন্দ্রমোহন সরকার জানান, “১৯৬৬ সাল থেকে আমরা এই জমিতে বসবাস করছি। কাগজপত্র সব আমাদের কাছে, অথচ নামজারিতে কৃষ্ণ কমলের বোনের নাম উঠে এসেছে। এটা কীভাবে সম্ভব?” তিনি আরও বলেন, এখানে ২০টি যৌথ পরিবারে প্রায় ৭০ জনের বেশি সদস্য রয়েছে, যারা নিজেদের আইনি জমিতে বহু বছর ধরে বসবাস করছেন। অভিযোগ, আদালতের নির্দেশে ইনজেকশন থাকা সত্ত্বেও অভিযুক্ত কৃষ্ণ কমল ও তার সহযোগীরা উচ্ছেদ চেষ্টায় লিপ্ত।

যুবক সুমন সরকারের অভিযোগ, “খয়েরপুর তহশিল ও প্রশাসনের কিছু অসাধু কর্মচারী জমি দখলের ষড়যন্ত্রে মদত দিচ্ছে। আতঙ্কিত পরিবারগুলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেছেন, “আপনি ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই। সঠিক তদন্ত হলে জাল দলিল ও স্বাক্ষরচূত সব কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে।”

এই ঘটনায় আবারও প্রমাণিত হল, রাজ্য সরকার যতই সমাজবিরোধী কার্যকলাপ দমনের উদ্যোগ নিক না কেন, প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত অংশ সাধারণ মানুষের জমি ও জীবিকা নিয়ে ছিনিমিনি খেলছে।
খোদ রাজধানির প্রাণকেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে সহজেই অনুমেয় রাজ্যের বাকি মহকুমা গুলির কি অবস্থা !! এই ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক পদক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনে অবতীর্ণ হবেন।