লোহিত, অরুণাচল প্রদেশ, ৩০ মে: ভারতের সেনাবাহিনীর দাও ডিভিশনের উদ্যোগে অরুণাচলের লোহিত জেলায় অনুষ্ঠিত হলো সিভিল-মিলিটারি ফিউশন কনক্লেভ, যার মূল উদ্দেশ্য ছিল সীমান্ত অঞ্চলে সশস্ত্র বাহিনী ও বেসামরিক সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও দৃঢ় করা।
এই সম্মেলনে অংশ নেন জেলার প্রশাসন, পুলিশ, সীমান্ত সড়ক সংস্থা, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।আলোচনার মূল বিষয়গুলির মধ্যে ছিল, জাতীয় নিরাপত্তা, পরিকাঠামো উন্নয়ন, সেনাবাহিনীর জাতি গঠনে অবদান। অনুষ্ঠানে নতুন প্রজন্মের সরঞ্জাম ও অস্ত্রের প্রদর্শনীও আয়োজন করা হয়, যেখানে দেশীয় প্রযুক্তিতে নির্মিত উন্নত প্রতিরক্ষা সামগ্রী তুলে ধরা হয়—ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রতিফলন হিসেবে।
এই ধরনের সম্মেলন সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা, উন্নয়ন ও জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

