আগরতলা, ৩০ মে : বৃষ্টির জলে গেলো টাকারজলা রামহরি পাড়ার ব্রীজ। দুদিন যাবৎ টানা প্রবল বর্ষণে শুক্রবার দুপুরে সাইদা নদের উপর ব্রীজ ভেঙে গোলাঘাটি ও টাকারজলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দীর্ঘদিন যাবৎ বৃষ্টি খুবই করুণ অবস্থায় ছিলো। এলাকার প্রাক্তন ও বর্তমান বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা ও মানব দেববর্মার কাছে বৃষ্টি ঠিক করার দাবী জানিয়েছেন কিন্তু তারা জনগণের সেই কথাকে মান্যতা দেয় নি। যার ফলশ্রুতিতে শুক্রবার টানা প্রবল বর্ষণ ও বৃষ্টির জলে ভাসিয়ে নিলো ব্রীজটি।

