কারগিল, ২৯ মে: লাদাখের কারগিলে আজ ‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’ বাসকে পতাকা দেখিয়ে রওনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ‘প্রো-খারিফ’ উদ্যোগের অধীনে দুই সপ্তাহব্যাপী কৃষি সচেতনতা অভিযানের সূচনা হলো। এই কর্মসূচি ২৯ মে থেকে ১২ জুন ২০২৫ পর্যন্ত চলবে এবং এটি আয়োজিত করছে কৃষি বিজ্ঞান কেন্দ্র—ওয়ান, কারগিল।
এই বিশেষ বাসটি কারগিল জেলার প্রতিটি ব্লকে ঘুরবে, যার লক্ষ্য প্রতিদিন কমপক্ষে ১৫০ জন কৃষককে সচেতন ও প্রশিক্ষিত করা। কর্মসূচির শেষ পর্যন্ত জেলার প্রায় ২৫,০০০ কৃষককে এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
‘বিকশিত কৃষি সংকল্প অভিযান’-এর মূল লক্ষ্য ভারতের কৃষি কাঠামোকে শক্তিশালী করে দেশকে ‘বিকশিত রাষ্ট্র’ হিসেবে গড়ে তোলার জাতীয় উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই অভিযানে কৃষি বিজ্ঞানী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সম্প্রসারণ আধিকারিকদের সক্রিয়ভাবে যুক্ত করা হচ্ছে, যাতে তারা প্রত্যন্ত গ্রাম পর্যায়ে জ্ঞান, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি পরিচালনা করতে পারেন। এর ফলে কৃষকের ঘরে ঘরে কৃষি জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য বাস্তবায়িত হবে।

