ব্যাডমিন্টন: সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনালে সাত্বিক-চিরাগ জুটি, প্রণয় ও সিন্ধু ছিটকে গেলেন

সিঙ্গাপুর, ২৯ মে: সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টির জুটি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আজ এক কঠিন লড়াইয়ে তারা ইন্দোনেশিয়ার সাবর কারিয়ামান গুতামা ও মোহ রেজা পহলেভি ইসফাহানিকে ১৯-২১, ২১-১৬, ২১-১৯ ব্যবধানে পরাজিত করে শেষ আটে প্রবেশ করে।

কোয়ার্টার ফাইনালে সাত্বিক ও চিরাগের মুখোমুখি হবেন মালয়েশিয়ার জুটি গো জে ফেই ও নূর ইজুদ্দিন।

অন্যদিকে, পুরুষ সিঙ্গলসে এইচ এস প্রণয় ও নারী সিঙ্গলসে পি ভি সিন্ধু প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।