হাইলাকান্দি জেলায় উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতি নিমুবেন জয়ন্তিবাই বাম্ভানিয়া

গুয়াহাটি, ২৮ মে : কেন্দ্রীয় খাদ্য ও জনসংভরণ এবং ভোক্তা বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীমতি নিমুবেন জয়ন্তিবাই বাম্ভানিয়া মঙ্গলবার সরকারি সফরে আসামের হাইলাকান্দি জেলায় আগমন করেন। কাঙ্খিত জেলা কর্মসূচির আওতায় এই সফরের মূল উদ্দেশ্য ছিল জেলার বিভিন্ন চলমান উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন ও মূল্যায়ন করা।
মন্ত্রী প্রথমে জেলা জীবিকা মিশনের আওতায় গঠিত স্ব-সহায়ক দলের (SHG) পরিচালিত তোফু উৎপাদন প্রকল্প পরিদর্শন করেন। তিনি লালামুখ গ্রাম পঞ্চায়েতের গাগলাচড়া অঞ্চলের তোফু উৎপাদন কেন্দ্রে গিয়ে মহিলাদের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে এই প্রকল্পের ভূমিকাকে প্রশংসা করেন।
বর্তমানে হাইলাকান্দি জেলায় ছয়টি তোফু উৎপাদন ইউনিট কার্যকরী রয়েছে, যার মধ্যে গাগলাচড়া ও বার্নি ব্রিজে তিনটি করে ইউনিট পরিচালিত হচ্ছে। ‘ধলেশ্বরী’ ব্র্যান্ডের অধীনে পরিচালিত এই ইউনিটগুলোতে প্রায় ৬০ জন মহিলা সরাসরি নিয়োজিত রয়েছেন এবং প্রতিদিন প্রায় ৬০০ কেজি তোফু উৎপাদিত হয়।
পরে, মন্ত্রী দক্ষিণ হাইলাকান্দির সুলতানিচেরা এলাকার সুলতানি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নং ৮০ পরিদর্শন করেন। তিনি শিশু ও অভিভাবকদের সঙ্গে আলাপচারিতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে সরকারি কল্যাণ প্রকল্পের সুবিধা গ্রহণে উৎসাহ দেন।
তিনি ঘারমুরার নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্য পরিষেবার গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো এবং সেবা কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।
পরবর্তী পর্যায়ে মন্ত্রী অসম-মনিপুর সীমান্ত সংলগ্ন কৃষি বিভাগের তেল পাম বীজ নার্সারি পরিদর্শন করেন, যা ১০ বিঘা জমিতে বিস্তৃত। তিনি এই প্রকল্পের মাধ্যমে কৃষি আয় বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী লক্ষ্মীনগর চা বাগান মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিদ্যালয় পরিত্যাগ রোধে অভিভাবকদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। বিদ্যালয়ের পুষ্টি সমৃদ্ধ বাগান ও রান্নাঘর ঘুরে দেখেন তিনি।
মন্ত্রী কুচিলার কৃষি বিভাগের মাটি পরীক্ষাগারে গিয়ে ২৮,০০০ এরও বেশি মাটি নমুনার বিশ্লেষণ এবং কৃষকদের মধ্যে মাটি স্বাস্থ্য কার্ড বিতরণ সংক্রান্ত তথ্য জানতে পারেন। সফরের শেষ পর্যায়ে তিনি পশুপালন বিভাগের নির্মিত ২৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি পশু উপকেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রটি ২৩টি গ্রামের পশুপালকদের কৃত্রিম গর্ভধারণ, টিকাকরণ এবং চিকিৎসা সেবা প্রদান করছে।
সফরে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন হাইলাকান্দির উপ-কমিশনার শ্রী হিউভারে নিসারগ গৌতম এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। তারা মন্ত্রীকে জেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।