আগরতলা, ২৮ মে : চুরি করে নিয়ে যাওয়া টাকাসহ এক চোরকে আটক করেছে সাব্রুম থানা পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ২৫ মে সাব্রুম এর সোনাইছড়ি থেকে সুমন নাথের ঘর থেকে এক লক্ষ টাকার মতো চুরি হয়। সাব্রুম থানায় জানানো হলে পুলিশ তদন্ত নেমে সাব্রুম হাসপাতালের সম্মুখ থেকে সুজিত দাসকে আটক করে। তার কাছ থেকে নগদ ৩৫ হাজার ২০০ টাকা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনা স্বীকার করেছে। সাব্রুম থানার ওসি অপু দাস আজ সকালে সংবাদমাধ্যমে কিভাবে চোর এবং টাকা উদ্ধার হয় তা জানিয়েছেন। তাকে আজ মহকুমা আদালতে সোপর্দ করা হয়।

