দিল্লি, ২৬ মে: দেশের উচ্চতর বিচারব্যবস্থায় বড়সড় রদবদলের পথে হাঁটল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বিএআর গাভাই-এর নেতৃত্বাধীন কোলিজিয়ামের ২৬ মে তারিখে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোলিজিয়াম রাজস্থান, ত্রিপুরা, ঝাড়খণ্ড ও মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতিদের বদলির সুপারিশ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, বিচারপতি মানিন্দ্র মোহন শ্রীবাস্তব রাজস্থান হাইকোর্ট থেকে মাদ্রাজ হাইকোর্টে, বিচারপতি অপরেশ কুমার সিংহ ত্রিপুরা থেকে তেলেঙ্গানা হাইকোর্টে, বিচারপতি এম এস রামচন্দ্র রাও ঝাড়খণ্ড থেকে ত্রিপুরা হাইকোর্টে এবং বিচারপতি কে আর শ্রীরাম মাদ্রাজ থেকে রাজস্থান হাইকোর্টে স্থানান্তরিত হবেন।
এই বদলি প্রক্রিয়া শুধু প্রধান বিচারপতিদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সুপ্রিম কোর্টের কোলিজিয়াম ১০টি হাইকোর্টের মোট ২১ জন বিচারপতির বদলির সুপারিশও করেছে। পাশাপাশি, সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি হিসেবে তিনজনের নাম সুপারিশ করা হয়েছে— কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এন ভি অঞ্জারিয়া, গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোই এবং বোম্বে হাইকোর্টের বিচারপতি অতুল চন্দুরকার। বর্তমানে সুপ্রিম কোর্টে ৩১ জন বিচারপতি রয়েছেন, যদিও সর্বোচ্চ অনুমোদিত সংখ্যা ৩৪। নতুন নিয়োগগুলি অনুমোদিত হলে পূর্ণ শক্তিতে কাজ করতে পারবে সর্বোচ্চ আদালত।
জানা গেছে, বিচারপতি অঞ্জারিয়া ও চন্দুরকার প্রায় পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিচারপতি বিজয় বিষ্ণোই-এর মেয়াদ তুলনামূলকভাবে কম হবে। এই প্রেক্ষিতে আরও পাঁচটি হাইকোর্ট— মধ্যপ্রদেশ, কর্ণাটক, গৌহাটি, পাটনা ও ঝাড়খণ্ড—এ নতুন প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশও করেছে কোলিজিয়াম। সর্বমোট এই রদবদল দেশের উচ্চ আদালতের কাঠামোতে একটি বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা বিচারব্যবস্থার গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

