চুরি যাওয়া মোবাইল ফোন সহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আগরতলা, ২৭ মে : সিধাই থানার পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। গত ২৪মে সিধাই মোহনপুর থেকে দুই ছিনতাইবাজ মিহির দেববর্মা আর খস্রাং দেববর্মা সায়ন দত্তের থেকে বাইক চলাকালীন পিছনের জন থেকে ওনার মোবাইল ছিনতাই করে নেয়। সায়ন দত্তের আগে আরো দুই জন থেকেও ছিনতাই করে তারা।

সিধাই মোহনপুর পুলিশ স্টেশনের ও.সি মঙ্গেশ পাটারি উনার টিম মিলে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং তিনটি মোবাইল উদ্ধার করে। আজ সায়ন দত্ত গিয়ে সিধাই মোহনপুর পুলিশ স্টেশনের ও.সি মঙ্গেশ পাটারিকে উওরীয় পরিয়ে ধন্যবাদ জানায়। দুইদিনের মধ্যে সিধাই মোহনপুর পুলিশ স্টেশনের ওসি মঙ্গেশ পাটারি ছিনতাইকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে। সায়ন দত্ত বলেন যে ত্রিপুরা পুলিশ সবসময় অক্লান্ত পরিশ্রম করে আমাদের সবাইকে সুরক্ষা ও নিরাপত্তা দেয়। তাই সকল রাজ্যবাসী নিরাপদে আছেন। এইজন্য তিনি প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন।