আগরতলা, ২৭ মে : ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ২০২৫ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে করে এমনটাই জানানো হয়েছে।
এদিন তিনি বলেন, এবছর মোট ৫২৯৬ পরীক্ষার্থী রাজ্যের ১৫ টি কেন্দ্রে পরীক্ষায় বসে। এদের মধ্যে ২৫১১ জন ছাত্র এবং ২৭৮৫ জন ছাত্রী। আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে ৬৪৪ জন পিসিএম গ্রুপের জন্য, ৩০৪৮ জন পিসিবি গ্রুপের জন্য এবং ১৬০৪ জন উভয় গ্রুপের জন্য আবেদন করেছে। এবার পশ্চিম ত্রিপুরা জেলায় আটটি পরীক্ষা কেন্দ্র এবং বাকি সব জেলাতে একটি করে পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পি সি এম গ্রুপে প্রথম হয়েছেন দ্বীপজয় দাস (রোল নম্বর ০১৩৭), দ্বিতীয় তৃষ্ণরতা দাস (রোল নং ২৬৬৭)এবং তৃতীয় হয়েছেন অর্ণব নাথ (রোল নং ০২৯৮)। অন্যদিকে পি সি বি গ্রুপে প্রথম হয়েছেন অনন্যা দেবনাথ (রোল নং ১১৫২), দ্বিতীয় সপ্তদীপ পাল (রোল নং ২২৪৪) এবং তৃতীয় হয়েছেন দেবপ্রসাদ সাহা (রোল নং ১৮১৯)।

