আগরতলা, ২৭ মে : বিশ্রামগঞ্জ আমতলী এলাকায় দুর্ঘটনা কবলে পড়লো গবাদি পশু বোঝাই একটি ম্যাক্স গাড়ি। ঘটনায় মৃত্যু হয় এক গবাদি পশুর, পাশাপাশি আহত হয়েছে আরো এক গবাদি পশু। দুটি গবাদি পশু চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে মঙ্গলবার সকালে বিশ্রামগঞ্জ থানাধীন আমতলী এলাকায় দুর্ঘটনা কবলে পড়ে ওই ম্যাক্স গাড়ি। দুর্ঘটনা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। পালিয়ে যায় গাড়ির চালক সহ সহ চালক।
জানা যায়, টিআর০১-ডি -২০১০ নাম্বারের একটি ম্যাক্স গাড়ি করে দুটি গবাদি পশু চুরি করে নিয়ে দ্রুতগতিতে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে ম্যাক্স গাড়ি। ঘটনাস্থলে গাড়িতে মৃত্যু হয় একটি গবাদি পশুর। আহত হয় অপর একটি গবাদি পশু। দুর্ঘটনাস্থলে ম্যাক্স গাড়ি থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় একটি গবাদি পশু। পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। আহত গবাদি পশুটি ড্রজার দিয়ে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত গবাদি পশুটি বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলে জানান স্থানীয়রা।
এদিকে ঘটনায় গাড়িতে থাকা চালক সহ চালাক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনায় এলাকায় গো পালকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বর্তমানে প্রতিনিয়ত বিশ্রামগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। জানা যায় কোথাও থেকে এই দুটি গবাদি পশুর চুরি করে নিয়ে চোরের দল বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার জন্য নিয়ে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনাটি ঘটেছে।

