কমলপুর, ২৬ মে : গোপন খবরের ভিত্তিতে পুলিশের অভিযানে ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করা হয়েছে। কমলপুরের এস ডি পি ও সমুদ্র দেব্বর্মার নেতৃত্বে ধলাই পুলিশ ও কমলপুর থানার যৌথ উদ্যোগে চালানো হয় এই অভিযান।
ধৃত দুই যুবকের নাম সোহম চক্রবর্তী এবং অমিয় কুমার গোপ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩১.৫৯ গ্রাম ব্রাউন সুগার। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের পর তাদের হেফাজত থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এস ডি পি ও সমুদ্র দেব্বর্মা জানান, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতেই এই অভিযান চালানো হয়েছে। পুলিশের এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরার বিভিন্ন প্রান্তে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে রাজ্য পুলিশ। এই অভিযানের ফলে একের পর এক মাদক কারবারি ধরা পড়ছে পুলিশের জালে।

