নয়াদিল্লি, ২৬ মে: পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংবেদনশীল ও গোপন তথ্য ভাগ করে নেওয়ার অভিযোগে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) এক জওয়ানকে গ্রেফতার করল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
এনআইএর তরফে জানানো হয়েছে, অভিযুক্ত কর্মী ২০২৩ সাল থেকে সক্রিয়ভাবে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত ছিল এবং ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক গোপন তথ্য তাদের হাতে তুলে দিয়েছে। এছাড়াও, সে বিভিন্ন মাধ্যমে পাকিস্তান থেকে অর্থও পেয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
অভিযুক্তকে জাতীয় রাজধানী দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে এনআইএর হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট অভিযুক্তকে আগামী ৬ জুন পর্যন্ত এনআইএর হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

