নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে:
বনমালীপুরে আয়োজিত ‘মন কি বাত’ পর্ব শোনার অনুষ্ঠানে সামিল হলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২২ তম মন কি বাত পর্বে বনমালিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৫ নম্বর বুথে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন কি বাত পর্ব শ্রবণ করার পর উপস্থিত কার্যকর্তাদের সামনে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই মন কি বাত প্রত্যেকটা পর্বে দেশবাসীকে রাজনৈতিক দলমত নির্বিশেষে সমৃদ্ধ করে। বিশেষ করে যেভাবে প্রত্যেকটা পর্বের মধ্য দিয়ে গোটা দেশবাসীকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাস্তা দেখায় ,দিক নির্দেশন করে, সেই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক বলে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী দাবি করেন। পাশাপাশি প্রাসঙ্গিক আলোচনার অংশ হিসেবে সুশান্ত চৌধুরী দাবি করেন বর্তমানে দেশের প্রধানমন্ত্রী উত্তর প্রদেশকে যেমন গুরুত্ব দেন ত্রিপুরাকে এরকমভাবে গুরুত্ব দেন।
বিশেষ করে ত্রিপুরা অরুণাচলের মতো রাজ্য যেগুলো আন্তর্জাতিক সীমান্ত ঘেরা। সার্বভৌমত্ব, অখন্ডতা এবং সার্বিক আভ্যন্তরিন নিরাপত্তা রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন বলে সুশান্ত চৌধুরী দাবি করেন।পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে আজকের আলোচনায় সংক্ষিপ্ত আকারে বলতে গিয়ে সুশান্ত চৌধুরী দাবি করেন বাংলাদেশে যেকোনো সময় সেনা অভ্যুত্থান ঘটার সম্ভাবনা রয়েছে।

