ধ্বজনগর এলাকায় চুরি, হরিশনগর চা বাগানে উদ্ধার বাইক

আগরতলা, ২৪ মে : ধ্বজনগর জনৈক বিল্লাল মিয়ার বাড়ি থেকে চুরি যাওয়া বাইকটি শনিবার হরিশনগর এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায় গত বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন ধ্বজনগর এলাকার বিল্লাল মিয়ার বাড়ি থেকে টিআর০৭এ৯১৩৭ নাম্বারের পালসার বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল।সেই বিষয়ে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় বিলাল মিঞার পরিবারের পক্ষ থেকে একটি চুরির মামলা দায়ের করা হয়। বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল উক্ত মামলাটি হাতে নিয়ে দ্রুত তদন্তে নামেন। ভারত-বাংলাদেশ সীমান্তে প্রত্যেক জায়গায় বাইকটি চুরি হয়ে যাওয়ার বিষয়ে মেসেজ করেন। এদিকে চোরের দল বাইকটিকে পাচার করতে না পেরে কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশ নগর চা বাগান সংলগ্ন একটি গভীর জঙ্গলে বাইকটি ফেলে পালিয়ে যায়। শনিবার দুপুরে গোপন খবরে ভিত্তিতে পুলিশে হরিশনগর চা বাগান সংলগ্ন গভীর জঙ্গল থেকে বিল্লাল মিয়ার সেই চোরের বাক্যে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পাশাপাশি এই দিনে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর, মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত, বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন নৌকাঘাট এলাকায় যেখানে প্রতিনিয়ত বাইক চুরি হচ্ছে সেই জায়গাটি সরজমিনে পরিদর্শন করেন। দুদিন পূর্বেও নৌকা ঘাট এলাকা থেকে এলাকার মধ্য ব্রজপুর এলাকার এক পর্যটক আকাশ দাস তার ভাই লিটন দাসের পালসার বাইক নিয়ে নৌকা ঘাট এলাকায় ঘুরতে আসে সেখান থেকে চুরের দল তাদের পালসার বাইকটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। দ্রুত সে বাইকটি উদ্ধার করতে তদন্তে জেলা পুলিশ।