মধ্যপ্রদেশে ১১ কোটি টাকার ‘সাপ-কামড়’ কেলেঙ্কারি, অভিযোগ কংগ্রেস নেতার

ভোপাল, ২৩ মে:মধ্যপ্রদেশের সিওনি জেলায় এক চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ তুলেছেন রাজ্যের কংগ্রেস প্রধান জিতু। তার দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদবের শাসনে ‘সাপ কামড়’ কেলেঙ্কারিতে প্রায় ১১ কোটি টাকা আত্মসাৎ হয়েছে।

শুক্রবার সংবাদমাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে জিতু বলেন, “সাধারণ দুর্নীতি আমরা অনেক দেখেছি। কিন্তু এমন সাপ কামড়ের দুর্নীতি, যেখানে একজনকে ৩৮ বার সাপ কামড়েছে এবং প্রতিবারে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তোলা হয়েছে — এমন কেলেঙ্কারি কেউ কল্পনাও করতে পারবে না। শুধুমাত্র সিওনি জেলাতেই সাপ কামড়ের নামে প্রায় ১১ কোটি টাকা তোলা হয়েছে।”

সূত্রের খবর অনুযায়ী, সিওনি জেলার কেওলারি তহসিলে এই আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে। সরকারি নথিতে ৪৭ জনকে একাধিকবার মৃত দেখানো হয়েছে, প্রতিবার মৃত্যুর কারণ দেখানো হয়েছে সাপের কামড়।

রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, সাপের কামড়ে মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে ৪ লক্ষ টাকা করে দেওয়া হয়। এই নিয়মের অপব্যবহার করেই প্রায় ১১.২৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। জালবাজির চিত্র এতটাই ভয়াবহ যে, একজনকে ৩০ বার এবং আরেকজনকে ১৯ বার মৃত দেখানো হয়েছে সাপ কামড়ের কারণে। এই অনিয়মে একাধিক সরকারি কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। আর্থিক দফতরের একটি দল এই ঘটনাটি তদন্ত করেছে।

জব্বলপুর ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টস-এর ডিভিশনাল জয়েন্ট ডিরেক্টর রোহিত সিং কৌশল জানিয়েছেন, “কেওলারি তহসিলে সাপ কামড় সংক্রান্ত অর্থ লেনদেনের অভিযোগে তদন্ত শুরু হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি এবং রিপোর্ট সিওনি কালেক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জমা দিয়েছি। প্রায় ১১.২৬ কোটি টাকার অনিয়ম চিহ্নিত হয়েছে। আমরা রিপোর্টে সমস্ত তথ্য উল্লেখ করেছি। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপি সরকারের অধীনে দুর্নীতি এক অভাবনীয় মাত্রা ছুঁয়েছে। এখন দেখার, সরকার এই অভিযোগের তদন্তে কী ব্যবস্থা নেয়।