আগরতলা, ২২ মে : সাব্রুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে এক প্রসূতি মা জন্ম দিলেন একটি পুত্রসন্তানের। খবর পাওয়া মাত্রই ধর্মনগর জিআরপিএস দ্রুত পদক্ষেপ নিয়ে মা ও নবজাতককে ধর্মনগর রেলওয়ে স্টেশনে উদ্ধার করে।
এরপর বিষয়টি জানানো হয় ধর্মনগর রেলওয়ে হাসপাতালে। হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা স্টেশনে এসে মা ও শিশুকে পর্যবেক্ষণ করেন এবং জানান, দুজনেই সুস্থ রয়েছেন।।পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতালে খবর দেওয়া হলে, একটি অ্যাম্বুলেন্স এসে মা ও শিশুকে রেলওয়ে স্টেশন থেকে নিয়ে যায় জেলা হাসপাতালে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন ধর্মনগর জেলা হাসপাতালে।
ঘটনার বিষয়ে এক সাক্ষাৎকারে পিআরপিএস অফিস ইনচার্জ উত্তম কুমার কলই জানান, তাঁরা দ্রুততার সাথে পদক্ষেপ নিয়ে মা ও শিশুকে নিরাপদভাবে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং বর্তমানে দুজনেই সুস্থ আছেন। তাঁদের বাড়ি রাঁচিতে প্রসূতি মায়ের নাম ক্যাটকি নাগাসিয়া এবং পিতার নাম ক্যাটকা নাগাশিয়া।

