আগরতলা, ২২ মে: পোল্ট্রির ফার্মের দৌলতে সৃষ্ট অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে প্রমীলা বাহিনীর বিক্ষোভ সামিল হয়েছেন। ওই ঘটনায় মধুবন গ্রাম পঞ্চায়েতের ৭নং ওয়ার্ডের মধুবন বড়োদা কলোনি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, মধুবন গ্রাম পঞ্চায়েত এর ৭ নং ওয়ার্ড এলাকায় মধুবন বরুদা কলোনীতে গত এক বছর ধরে এলাকায় একটি পোল্ট্রি ফার্ম করা হয়েছিল। কিন্তু সেই ফার্ম থেকে বিগত ২-৩ মাস ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে দুর্গন্ধ এবং এলাকায় প্রতিটি বাড়িতে মাছি সৃষ্টি হচ্ছে। যার ফলে রোগ এবং খাবারের সমস্যা হচ্ছে সকল মানুষের। এ নিয়ে আজ এলাকাবাসীর একত্রিত হয়ে পোল্ট্রি ফার্মের সামনে গিয়ে অভিযোগ করেন সংবাদ মাধ্যমের কাছে তাদের দাবি পোল্ট্রি ফার্ম পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সপ্তাহে পাঁচ দিন স্প্রে এবং দুর্গন্ধ দূর করার জন্য পরিষ্কার রাখতে হবে।
এই খবর পেয়ে ছুটে গিয়েছেন মন্ডল সভাপতি মান্তু দেবনাথ এবং পোল্ট্রি ফার্মের মালিকদের সাথে কথা বলে আশ্বাস দেন কিভাবে দুর্গন্ধ এবং মাছি সরানো যায় তার ব্যবস্থা করার জন্য

