চড়িলাম, ২২ মে : বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এক বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন। উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের গৌতম কলোনি এলাকায় ৯০ বছর বয়সী বৃদ্ধা মায়ের বাড়ি গেলেন বিধায়ক সহ চড়িলাম মন্ডল সভাপতি তাপস দাস।
ঘটনার জানা গেছে, ৯০ বছরের বৃদ্ধা কল্পনা দেবনাথের বৃদ্ধ ভাতা নিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। দপ্তর থেকে তাঁকে ভুলবশত অ্যাডভান্স ৬ মাসের ভাতা আগেই দিয়ে দেওয়া হয়েছে। দপ্তরের ভুলের দরুন ৯০ বছর বৃদ্ধা সে বিষয়টা বুঝতে পারেননি। এমনকি ব্যাংক কর্তৃপক্ষ পর্যন্ত সেই বিষয়টা মহিলাকে জানাননি। একজন অসহায় বৃদ্ধা তাঁর ন্যায্য ভাতা থেকে বিগত তিন বছর যাবত বঞ্চিত হয়ে আসছেন। অতঃপর খবর প্রকাশের ২৪ ঘণ্টা অতিক্রমের আগেই বিশালগড়ের বিধায়ক তথা সুশান্ত দেব গৌতম কলোনীস্থিত বৃদ্ধা মায়ের বাড়িতে গিয়ে সম্পূর্ণ বিষয়ে খবর নেন। ব্লক থেকে শুরু করে সিডিপিও অফিসে সবকিছু তদারকি করে মহিলার বাড়ি গিয়ে পরিবারের সাথে কথা বলে সবকিছু বুঝিয়ে বলেন। ভাতা বন্ধ হয়নি। বৃদ্ধা মহিলা বারবার ব্যাংকে আসা-যাওয়া করছেন এবং সেই খবর প্রকাশিত হওয়ার পর বৃদ্ধা মহিলা কল্পনা দেবনাথের বাড়িতে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ চড়িলাম বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি তাপস দাস ।
এ বিষয়ে স্পষ্টীকরণ দিয়ে বিধায়ক জানান বৃদ্ধার ভাতা বন্ধ হয়নি। মূলত ওনার ভাতা অ্যাডভান্স উনাকে পূর্বে দিয়ে দিয়েছেন দপ্তর । কোন এক ভুলবশত কারণে। তবে বৃদ্ধা মহিলার পাশে থেকে সর্বদা সাহায্য সহায়তা করার আশ্বাস দিয়েছেন বিধায়ক সহ উপস্থিত নেতৃত্বরা।

